লালমনিরহাট: কৃষকের কাছ থেকে প্রকৃতমূল্যে তামাক কেনার দাবিতে লালমনিরহাটে মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের আহবানে হাজার হাজার তামাক চাষী জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে। এসময় তামাক চাষীরা ডিসি অফিসের সামনে তামাকে আগুন দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে তামাক চাষীদের ওই সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, তামাক কোম্পানি ন্যায্যমূল্যে তামাক না কিনলে সড়ক অবরোধসহ বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।
এদিকে, স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক মোখলেছার রহমান বলেন, তিনি তামাক কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।
কৃষকদের অভিযোগ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির লালমনিরহাট জেলা কর্মকর্তা মো. শরিফ, ঢাকা টোব্যাকো কোম্পানির জেলা কর্মকর্তা ইয়াছিন আলীসহ নাসির টোব্যাকো, জামিল টোব্যাকো, আবুল টোব্যাকো, আকিজ টোব্যাকোর জেলা কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের কাছে তামাক না কিনে ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে তামাক কিনছেন। এতে তারা তিগ্রস্ত হচ্ছেন।
কামরুল ইসলাম নামের এক তামাক চাষী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে অভিযোগ করে বলেন, প্রতিমণে ৬শ থেকে ৮শ টাকা ঘুষ নিয়ে তামাক কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের কাছ থেকে তামাক কিনছেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ঘণ্টা, জুন ০১’২০১০
প্রতিনিধি/এনএস/জেএম