ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

জাহাজভাঙ্গা শিল্পের তদরকিতে ফোকাল পয়েন্ট নির্ধারনের উদ্যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জুন ৬, ২০১০

ঢাকা: জাহাজভাঙ্গা শিল্পের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় (লিডিং মন্ত্রণালয় ও ফোকাল পয়েন্ট) কোনটি হবে  জানতে চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা চাওয়ার উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই নির্দেশনা জানতে চাওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জাহাজভাঙ্গা শিল্পের বিভিন্ন কাজের সঙ্গে বন ও পরিবেশ, নৌপরিবহন, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জড়িত বলেই ফোকাল পয়েন্ট নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে বলে বৈঠকে অভিমত তুলে ধরা হয়।

এ খাতটির  সমন্বয় সাধনের জন্য এককভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রণালয় না নেই। এ কারণে এর কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও মত দেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌসচিব, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
 
বাংলাদেশ সময়:১৪৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১০৩
জেআইএল/এনজে/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।