ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা এবার দায়রা জজ আদালতেও বাবরের জামিন নামঞ্জুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, জুন ৬, ২০১০

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মহানগর হাকিমের আদালতের পর এবার মহানগর দায়রা জজ আদালতেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন আবেদনের ওপর শুনানি শেষে বাবরের জামিন আবেদনটি নাকচ করে দেন।

 

গত ৫ মে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর  জামিন নামঞ্জুর করলে সে আদেশ চ্যালেঞ্জ করে মহানগর দায়রা জজ আদালতে এ জামিন আবেদন করা হয়।

বাবরের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর তিনি এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন।

২০০৪ সালের ২১ আগস্ট তারিখে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী।

মতিঝিল থানায় মামলা দায়ের এ মামলায় গত বছরের ২৬ অক্টোবর লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাদেশ সময় ১৮১৮ ঘণ্টা, জুন ২০১০
এমআই/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।