ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বেনাপোলে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল-কলকাতা মহাসড়কের বেনাপোল পৌর এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করার দায়ে দু’টি প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম এ জরিমানা করেন।



জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো- বেনাপোল পৌর এলাকার বাজারে অবস্থিত নুর শপিং কমপ্লেক্স ও হাসান ফার্মেসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম বাংলানিউজকে বলেন, বেনাপোল-কলকাতা মহাসড়কের ধারে বেনাপোল পৌর এলাকায় ব্যবসায়ীরা অবৈধভাবে ফুটপাত দখল করে কেউ নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান বসিয়েছে। আবার কেউ অর্থনৈতিক সুবিধা নিয়ে অন্যকে ব্যবসার সুযোগ করে দিয়েছে। এতে মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ধরনের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।