ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে র‌্যালি-সভা

কান্ট্রি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে র‌্যালি-সভা

ঢাকা: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

ব্রাহ্মণবাড়িয়া: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর সুপার মার্কেটের সামনে থেকে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা সেখানে সমাবেশ করেন।

অ্যাডভোকেট নিয়াজ মোহাম্মদ খান পাশার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারী নেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত।

বরিশাল: ৬৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সম্মিলিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন পর্যদ বরিশালের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
 
বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনডিএন সমন্বয়ক রনজিৎ দত্ত, সুপ্রিয় দত্ত, টিআইবির মনিরুল ইসলামসহ প্রমুখ।
 
অপরদিকে বেলা ১১টায় বরিশাল রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি অ্যাডভোকেট মনিরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ৠালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এনজিও বাপসা অফিসে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান।

এদিকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

নোয়াখালী: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নোয়াখালীতে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলমের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

ভোলা: পরিবার ও সমাজ হোক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

জেলা মহিলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের কে জাহান মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর: চাঁদপুর সম্মিলিত মানবাধিকার পরিষদের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন, ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শপথ চত্বরে জেলার ২০টি মানবাধিকার সংগঠনের কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

দিবসটি উপলক্ষে ওই চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোটারি ভবনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় সভায় বক্তব্য রাখেন, সম্মিলিত মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মো. ইউছুফ গাজী, মানবাধিকার কর্মী বিপ্লব সরকার ও ডা. শেখ মহসীন প্রমুখ।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, জাগরণী সংস্থা, ইসি বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
ঠাকুরগাঁও: বিশ্ব মানবাধিকার দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে ওই বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুল হক প্রধান।
 
বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।

পিরোজপুর: পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, মাদারীপুর লিগ্যাল এইডের সিএলএস প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. সেলিম মিয়া, সহকারী সমন্বয়কারী মো. মাহমুদ খান উপস্থিত ছিলেন।

পরে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
পার্বতীপুর (দিনাজপুর): আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পার্বতীপুর ইউনিটের সভাপতি উপাধ্যক্ষ বেলাল হোসেন ও সম্পাদক শমসের আলীর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিটের উদ্যোগে পার্বতীপুর শহরের প্রাণ কেন্দ্র শহীদ মিনার চত্বরে এক মেলার আয়োজন করা হয়।

মেলায় ব্লাস্টের চারটি এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব), এইড কুমিল্লা ও গ্রাম বিকাশ কেন্দ্র পার্বতীপুরের একটি করে স্টল রয়েছে।

মেলায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- নাটিকা, উপস্থিত বক্তৃতা, দর্শকদের প্রশ্নত্তোর পর্ব, কার্টুন প্রদর্শন ও জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ে আলোচনা সভা।

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি-সনাক মধুপুর ও কারিতাস-ইআইপিএলআর-এমজেএফ মধুপুর’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মধুপুর বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি।

ঝালকাঠি: ঝালকাঠিতে বিশ্ব মানবাধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা শাখা, টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), আইন ও শালিস কেন্দ্রের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ), ওয়ার্ক ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ, স্টেপস টুয়ার্ডস ডেভলপমেন্ট, মোসলেম আলী ফাউন্ডেশন ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল র্যালির আয়োজন করে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের ডিস অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির র্যালির নেতৃত্ব দেন।

র‌্যালিতে মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। পরে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।