ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রার্থিতা ফিরে পেলো ৭ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বরিশালে প্রার্থিতা ফিরে পেলো ৭ প্রার্থী

বরিশাল: বরিশাল জেলার ছয় পৌরসভার নির্বাচনে বাতিল হওয়া মেয়রসহ ১৩ জন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক দপ্তর থেকে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা দিয়ে স্ব-স্ব রির্টানিং অফিসারের কাছে তালিকা পাঠিয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আবদুল হালিম খান।


 
বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন, উজিরপুর পৌরসভার মেয়র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান, একই পৌরসভার সাধারণ কাউন্সিলর পদের ১ নম্বর ওয়ার্ডের হেমায়েত খলিফা, ৫ নম্বর ওয়ার্ডের সহদেব কুমার ও আবুল হাসেম সরদার এবং ৭ নম্বর ওয়ার্ডের স্বপন হাওলাদার।  
 
এছাড়া গৌরনদী পৌরসভার সাধারণ কাউন্সিলর পদের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাজী তৌফিক সজল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ১ নম্বর ওয়ার্ডের সালমা আক্তার ছবি।
 
বাতিল হওয়া অপর ছয় প্রার্থীর আপিল খারিজ করে দিয়েছেন আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
 
তিনি জানান, আপিল নিষ্পত্তির পরে ছয় পৌরসভায় বৈধ মেয়র প্রার্থী সংখ্যা ২৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬১ ও সাধারণ কাউন্সিলর পদে ২০৪ জন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।