ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঁচানো গেল না শিশু অন্তরকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
বাঁচানো গেল না শিশু অন্তরকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: অপহরণকারীর হাত থেকে রক্ষা পেলেও বাঁচানো যায়নি মেহেরপুরের শিশু অন্তরকে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।



বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র অন্তর গাংনী উপজেলার বাওট গ্রামের সৌদি প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে।

এর আগে বিকেলে স্থানীয়রা বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের কমন রুমের ভেতর থেকে অবস্থায় বস্তাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করে। এসময় হাত-পা ও মুখ বাঁধা ছিল।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, বিকেলের ফুটবল খেলার প্রস্তাব দিয়ে একই পাড়ার গোলাম মোস্তফার ছেলে সবুজ হোসেন (১৮) তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে সবুজকে ওই বিদ্যালয়ের জানালা দিয়ে বের হতে দেখে কমন রুম খুলে মুমূর্ষু অবস্থায় অন্তরকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানান, সবুজকে বেশ কিছুদিন আগে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযাগে আটক করে পুলিশ।

এদিকে এ ঘটনা পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সবুজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এ প্রসঙ্গে বলেন, সবুজ সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তার নামে গাংনী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনার পর থেকে সপরিবারে পালাতক রয়েছেন সবুজ।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।