ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকা: ঢাকায় আসছে তিন সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দল। দু’দিনের সফরে এ প্রতিনিধি দল রোববার (১৩ ডিসেম্বর) অবতরণ করবে।



প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র অধিদফতরের কাউন্সিলর ও রাষ্ট্রদূত থমাস শ্যানন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মনপ্রীত সিং আনন্দ।

এ সফরে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের কর্তাব্যক্তি ও সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সুশিল সমাজের সঙ্গেও কথা বলবেন তারা।

মার্কিন প্রতিনিধি দলের এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন ও সন্ত্রাস দমন ইস্যুগুলোতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

দু’দিনের সফর শেষে এ প্রতিনিধি দল সোমবার (১৪ ডিসেম্বর) শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।