ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফলবাহী কাভার্ডভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ফলবাহী কাভার্ডভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা জব্দ, আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে কমলাবাহী একটি কাভার্ডভ্যান থেকে ৬৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।



শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে ফেনীর রামপুর এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন- কাভার্ডভ্যানের চালক ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাকড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম মিজান (২৭) এবং কাভার্ডভ্যানের হেলপার ও কুমিল্লা উত্তরের বাসিন্দা সোহেল সোহাগ (২৮)।

 র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। আটক ইয়াবার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানান তিনি।

মেজর মোজাম্মেল আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় হাজী সামাদ এন্টারপ্রাইজ পরিবহনের একটি কমলাবাহী কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবার এ চালানটি মুনির নামে কুমিল্লা জেলার এক ব্যক্তির। আটক দুইজন এসব পৌঁছে দেওয়ার কাজ নিয়েছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।