ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের আগুনে কনস্টেবলসহ দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের আগুনে কনস্টেবলসহ দগ্ধ ৪

খুলনা: খুলনা নগরের খালিশপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে এক পুলিশ সদস্যসহ তার পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মজগুন্নি আবাসিক এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।



দগ্ধরা হলেন- কনস্টেবল আতিয়ার রহমান (৪৫), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৩৩), তাদের ছেলে তৌফিক (১৫) ও আতিয়ারের ভায়রার ছেলে শামীম (১৫)।  

কনস্টেবল আতিয়‍ার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় চালক হিসেবে কর্মরত আছেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে সিলিন্ডারের গ্যাস দিয়ে ওই কনস্টেবলের স্ত্রী রান্না করছিলেন।

এ সময় সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুন ধরে যায়। আতিয়ার তার স্ত্রীকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও দগ্ধ হন। তৌফিক ও শামীম তাদের উদ্ধার করতে গেলে তারাও দগ্ধ হন।  

এ সময় দগ্ধদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান ওসি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ড. শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আনোয়ারার শরীরের ৬০ শতাংশ, তৌফিকের ৭০ শতাংশ এবং অন্য দুই জনের ১০ থেকে ২০ শতাংশ শরীর পুড়ে গেছে।

বাংলাদেশ সময় : ০৯০২ ঘণ্টা,  ডিসেম্বর ১২, ২০১৫, আপডেট: ১০০২ ঘণ্টা
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।