ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দর্জির দোকানে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
গাজীপুরে দর্জির দোকানে ডাকাতি

গাজীপুর: গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় সফিপুর বাজারে একটি দর্জির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
 
শুক্রবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।



সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিংকন বলেন, রাত ৩টার দিকে বাজারের পশ্চিম পাশে আট থেকে নয়জনের একটি ডাকাত দল, বাদল মিয়ার টেইলারিং ও কাপড়ের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কাপড় ও মেশিনপত্র তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় চিৎকার করলে ডাকাতদের লাঠির আঘাতে সফিপুর বাজারের নিরাপত্তা প্রহরী শাহজাহান আলী (৪৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম শনিবার (১২ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।