ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
গাজীপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী।

শনিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ থানার আলতাফ মিয়ার ছেলে রায়হান মিয়া (৩৭) ও তার স্ত্রী বিরামপুর উপজেলার হোসেনপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে হালিমা বেগম (৩১) ।

তাদের সংসারে রানু (১৪), মুন্নুজান (১১) ও খালেদ (৫) নামে তিন ছেলে-মেয়ে রয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বাংলানিউজকে জানান, রায়হান মিয়া সপরিবারে সফিপুর পূর্বপাড়া এলাকার চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন। আর তার স্ত্রী স্ত্রী হালিমা বেগম সফিপুর মাহমুদ ডেনিম কারখানায় কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে  কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে শনিবার রাতে হালিমাকে ছুরিকাঘাত করে।
এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এলে রায়হান নিজের পেটে ছুরিকাঘাত করেন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাইফুল।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।