ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় সাংবাদিক ফারুকের মৃত্যুতে ডিআরইউ’র শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
দুর্ঘটনায় সাংবাদিক ফারুকের মৃত্যুতে ডিআরইউ’র শোক আবদুল্লাহ আল ফারুক

ঢাকা: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

একই সঙ্গে ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।



রোববার (১৩ ডিসেম্বর) ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এক বিবৃতিতে এ শোক জানান।

বিবৃতিতে তারা নিহতের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফারুকের আত্মার মাগফেরাত কামনা করেন।

সংগঠনের দফতর সম্পাদক মেহদী আজাদ মাসুম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ২টায় শ্রদ্ধা জানানোর জন্য আবদুল্লাহ আল ফারুকের মরদেহ ডিআরইউ প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে শনিবার দিনগত রাতে রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক সর্বশেষ দৈনিক আজকের পত্রিকায় প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে দৈনিক কালেরকণ্ঠের উপ-সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া বিভিন্ন সময়ে দৈনিক সমকাল, যুগান্তর, সংবাদসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন ফারুক।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।