ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতীকের অপেক্ষায় স্বতন্ত্র প্রার্থীরা

আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
প্রতীকের অপেক্ষায় স্বতন্ত্র প্রার্থীরা ছবি: বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর ও কুমিল্লা থেকে: দল থেকে মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থীরা অনেক আগেই জেনে গেছেন তাদের প্রতীকের কথা। বাকি রয়েছেন স্বতন্ত্র মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ।



বিভিন্ন চায়ের দোকান, রাস্তার মোড়ে মোড়ে এখন প্রতীক নিয়ে চলছে নানা খোশগল্প। কে কোন প্রতীক পেতে যাচ্ছেন, যদি একই প্রতীক দু’জনের পছন্দ হয় তাহলে কি হবে, লটারির ফল অনুকূলে না প্রতিকূলে যাবে- এমন সব নানা জল্পনা কল্পনা।
 
এ নিয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারের মাঝে রয়েছে উৎসাহ-উদ্দীপনাও। তবে প্রার্থীর চেয়ে যেন সমর্থক ও সাধারণ ভোটারের মধ্যেই বেশি কৌতুহল। প্রতীক পেলেই শুরু হয়ে যাবে ‘তোমার আমার মার্কা…মার্কা’ স্লোগানে নিয়ে জনসংযোগ।
 
রোববার (১৩ ডিসেম্বর) সারাদিন চাঁদপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন পৌরসভায় ঘুরে ভোটার, প্রার্থী ও সমর্থকদের সঙ্গে কথা বলে পাওয়া গেলো প্রতীক নিয়ে উৎসাহ উদ্দীপনার এ চিত্র।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলামের সমর্থক অহিদুজ্জামান বলেন, আমাদের প্রার্থী কি প্রতীক পাবেন তা নিয়ে সকাল থেকেই আমরা আলোচনা করছি। কাল প্রতীক পেলেই পুরোদমে দৌড়ঝাপ শুরু হয়ে যাবে।
 
মতলব পৌরসভাতেও দেখা গেলো প্রতীক নিয়ে কৌতুহল। তিন নম্বর ওয়ার্ডের ভোটার হাবিব জানান, প্রতীক পেলে নির্বাচনের আসল উন্মাদনা শুরু হবে। নানা প্রতীকের পোস্টারে ছেয়ে যাবে এলাকা। উৎসবে পরিণত হবে ভোটের মাঠ।
 
রোববার রাত সাড়ে সাতটার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি পৌরসভাতেও প্রবেশ করে পাওয়া গেলো প্রতীকের গল্প। পাঁচ নম্বর ওয়ার্ডের ভোটার সালাউদ্দিনের সঙ্গে পৌর নির্বাচন নিয়ে কথা বলতেই প্রতীকের প্রসঙ্গ টেনে আনলেন।
 
সালাউদ্দিন বলেন, আমার একজন পছন্দের প্রার্থী আছেন। তিনি কি প্রতীক পাবেন তা নিয়ে এখন থেকেই একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। ব্যালটের ওপরের দিকে প্রতীক যেন পান সেই দোয়াও করছি।
 
সোমবার (১৪ ডিসেম্বর) সব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক পেলেই তারা ছুটবেন পোস্টারের ছাপাখানায়। সেই সঙ্গে ভোটারের দ্বারে দ্বারে দৌড়ঝাপ। পুরো জমে ওঠবে নির্বাচনের মাঠ, এমনটাই ভাবছেন এসব পৌরবাসী।
 
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
একে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।