ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিপি বললেন এখতিয়ার বহির্ভূত

‘মজা লস’ অ্যাডমিন রেফায়েতের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
‘মজা লস’ অ্যাডমিন রেফায়েতের জামিন ছবি: প্রতীকী

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ ‘মজা লস’র অ্যাডমিন রেফায়েতকে জামিন দিয়েছেন অবকাশকালীন মহানগর দায়রা জজ আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) রেফায়েতকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করেন তার আইনজীবী মো. মোরশেদ । পরে তা শুনানির জন্য অবকাশকালীন মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়।

সেখানে জামিন শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন জজ জেসমিন আরা আসামির জামিন মঞ্জুর করেন। এরপরই তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্তি দেয়া হয়।

তবে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম বাংলানিউজকে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৭১ ধারা অনুযায়ী এসব মামলার জামিন শুনানি করার এখতিয়ার একমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের। মহানগর দায়রা জজ আদালতের এ মামলায় জামিন দেওয়ার কোন এখতিয়ার নেই। এ মামলায় জামিন দেওয়া বিচারকের এখতিয়ার বহির্ভূত।

গত ১০ ডিসেম্বর রাজধানীর বারিধারা থেকে রেফায়েতকে  আটক করে র‌্যাব। রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালানোর দায়ে তাকে আটক করা হয়। এরপর তথ্য-প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০১৫
এমআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।