ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে আসতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে আসতে হবে

সাভার স্মৃতিসৌধ থেকে: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার ফোরাম। সংগঠনটির পক্ষে এ দাবি জানান ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী।



১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আবু ওসমান বলেন, এবারের বিজয় দিবস অন্যবারের তুলনায় আলাদা। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। প্রধামন্ত্রী বলেছেন, বিচার চলছে। এ বিচার শেষ করা হবে।

তিনি আরো বলেন, পাকিস্তান আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করছে। যখন সাকা-মুজাহিদকে ঝুলিয়ে দেওয়া হলো, পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার শুরু করলো। তাই তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই থাকতে পারে না।

পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। এখন রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দরকার আছে, বলেন সেক্টর কমান্ডার ফোরামের এই নেতা।

তিনি বলেন, পাকিস্তান আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করছে। এর জন্য শুধু প্রতিবাদ করলে হবে না, বাস্তব রুপ দেখাতে হবে। পাকিস্তানের সঙ্গে শিক্ষা, বাণিজ্য, সাংস্কৃতিকসহ সব সম্পর্ক ছিন্ন করতে হবে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমআইএস/এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।