ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
 
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবসে ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও  পুনর্মিলনী’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।


 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা হোল্ডিং ট্যাক্স মওকুফ ও মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা করার দাবি জানান। জবাবে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের সাঈদ খোকন তাদের দাবি মানার প্রতিশ্রুতি দেন।

আনিসুল হক বলেন, আমাদের চামড়া কেটে দিলেও আপনাদের ঋণ পরিশোধের পরিপূর্ণতা আসবে না। আপনারা যা চেয়েছেন, খুব বেশি চাওয়া নয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো আপনাদের সব চাওয়া পূরণ করতে।

সাঈদ খোকন বলেন, মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার একটি সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে। আমি এবং আনিস ভাই (উত্তরের মেয়র আনিসুল হক) গিয়ে স্থানীয় সরকার মন্ত্রীকে এ ট্যাক্স মওকুফ করতে রিকুয়েস্ট (অনুরোধ) করবো।
 
ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নামে ঢাকার সড়কগুলো নামকরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য জুরাইনের কবরস্থানে দেড় একর জায়গা সংরক্ষিত রাখা হয়েছে বলেও জানান সাঈদ খোকন।

তিনি বলেন, আপনারা জীবন দিয়ে আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের সবকিছু দিলেও এ ঋণ শোধ করা যাবে না। দোয়া করেন, আপনাদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি।

সাঈদ খোকন বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য নগর ভবনের দুয়ার সবসময় খোলা। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন। আমরা আপনাদের পাশে আছি, সঙ্গে আছি। আপনারা শুধু আমাদের দোয়া ও স্নেহ দেবেন।

তিনি বলেন, তিনকোটি মানুষের এ ঢাকা সীমাহীন সংকট ও সমস্যার সম্মুখীন। শুধু মেয়র, কাউন্সিলর আর কর্মকর্তাদের দিয়ে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। আপনারা আমাদের পাশে থাকলেই এসব সংকট উত্তরণ করতে পারবো। আমি মনে করি, প্রতিটি নাগরিককে মেয়র হিসেবে দেখতে চাই, তাহলে এ সমস্যা থাকবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল ঢাকা ইউনিট কমান্ডের কমান্ডার আমির হোসেন মোল্লা, সেক্টরস কমান্ডার ফোরাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, ৩৮ নং ওয়ার্ডের আবু আহমেদ মান্নাফী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫/আপডেট: ১৩৪০ ঘণ্টা
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।