ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ার টোকবাজারের আগুন নিয়ন্ত্রণে

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
কাপাসিয়ার টোকবাজারের আগুন নিয়ন্ত্রণে ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে গাজীপুর ফায়ার সার্ভিস।

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মধ্যবাজারে আগুনের সূত্রপাত হয়।



ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মী এবং বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  

আগুনে ওই বাজারের ছোট-বড় ৩০টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাপাসিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, টোক নয়ন বাজারের আব্দুল কাদিরের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের টিনের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে যোগ দেন।

বেলা পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের গাজীপুর জেলার দুটি, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুটি ও নরসিংদী জেলার মনোহরদীর একটিসহ মোট পাঁচটি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে অংশ নেয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫/আপডেট: ১৪৪৪ ঘণ্টা
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।