ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পতাকার সাজে রাফা যেন একখণ্ড বাংলাদেশ

মফিজুল সাদিক ও হাসিবুন নবী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
পতাকার সাজে রাফা যেন একখণ্ড বাংলাদেশ ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় স্মৃতিসৌধ থেকে: রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামে। সময় যত গড়াতে থাকে বাড়তে থাকে লোকসমাগম।



বুধবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে মানুষের মিছিল ধাবিত হয় সাভারে জাতীয় স্মৃতিসৌধের দিকে।

মানুষের এই মিছিলে হঠাৎ করেই নজর কাড়ে ছোট্ট এক শিশু। আফরা জাহান রাফা নামের ওই শিশুটিকে দেখে মনে হবে এক টুকরো বাংলাদেশ। মাথায় বেঁধেছে জাতীয় পতাকা। কপালের ছোট্ট টিপেও বাংলাদেশের পতাকা শোভিত। জাতীয় পতাকার লাল-সবুজ রঙে মোড়া তার সারা শরীর। হাতেও রয়েছে বড় একটি জাতীয় পতাকা।
Rafa
রাফার সাজপোশাক দেখে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সবাই তাকে আপন করে নেয়। শ্রদ্ধা জানাতে আসা জনতার ঢলে অনেকেই রাফার সঙ্গে ছবি তোলেন।

রাজধানীর বাড্ডা থেকে বাবা আখতার হোসেনের সঙ্গে এসেছে রাফা। বিজয় দিবসটি ব্যতিক্রমভাবে উদযাপন করেন তিনি। এদিনে দুই মেয়ে ও স্ত্রীসহ পুরো পরিবার বিজয়ের সাজে রঙিন হয়ে আসেন স্মৃতিসৌধে। রাফার খালা নাসিমা খাতুন ও তার মেয়ে উমরা জাহান সোহিও এসেছে লাল-সবুজের সাজে।

বিজয় দিবসে পতাকার সাজ প্রসঙ্গে আখতার হোসেন বাংলানিউজকে বলেন, ছয় বছর ধরে আমরা স্বপরিবারে বিজয়ের সাজে আসি স্মৃতিসৌধে। পতাকা বাঙালির অস্তিত্ব। নয় মাস যুদ্ধের পরে আমরা বিজয় অর্জন করেছি। বিজয় দিবসে লাল-সবুজের সাজ আমাদের ভালো লাগে। এই পোশাকে নিজেদের বীর বাঙালি মনে হয়।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।