ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিভিন্ন কর্মসূচিতে রাজবাড়ীতে বিজয় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিভিন্ন কর্মসূচিতে রাজবাড়ীতে বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীতে মহান বিজয় দিবস ২০১৫ উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।



এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার জিহাদুল কবির, সিভিল সার্জন ডা. মো. মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. সৈয়দা নওসীন পর্ণিনী প্রমুখ।

এর আগে সকাল ৬টায় পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা, সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, লোকশেড বদ্ধভূমিতে, রাজবাড়ী রেলক্রসিং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, লক্ষ্মীকোল মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদি ও নিউ কোলনি মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশির কবরস্থানে পুষ্প্যমাল্য অর্পণ করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের বাস ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাড়ে ১২টায় বসুন্ধরা সিনেমা হলে স্কুল ছাত্র-ছাত্রীদের প্রামাণ্য চিত্র প্রদর্শনী, জেলার সকল মজসিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করে বিশেষ মোনাজাত, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৩টায় চাঁনমারীতে শ্যুটিং প্রতিযোগীতা, একই সময় অফিসার্স ক্লাবে মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারি কর্মকর্তা-কর্মচারী বনাম বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাঁড়িয়াবাঁধা প্রতিযোগীতা এবং জেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ, মুক্তিযোদ্ধা সংসদ বনাম বাজার ব্যবসায়ী সমিতি, প্রেসক্লাব বনাম বার অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগীতা।
এছাড়াও বিকেল সাড়ে ৫টায় মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় শহরের বড়পুল থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পর্যন্ত এবং শপিং মল সমূহে আলোকসজ্জা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।