ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গভবনে বিজয় উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বঙ্গভবনে বিজয় উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৪৫তম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম এক বিজয় উৎসবের আয়োজন করেছেন।
 
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এটি অনুষ্ঠিত হয়।


 
বঙ্গভবনের লনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ গ্রহণ করেন।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মহান বিজয় উৎসবের কেক কাটেন।
 
মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিদের খোঁজ খবর নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
 
অভ্যর্থনা অনুষ্ঠানে প্রখ্যত শিল্পী রফিকুল আলম, ফকির আলমগীর, শাকিলা জাফর, সেলিনা আখতার ও কিশোর দাস দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।

মুক্তিযোদ্ধা ও শহীদ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরাসহ বিজয় দিবসের এ সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ, মন্ত্রীপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, কূটনৈতিক, সিনিয়র আইনজীবী, সুপ্রীম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী নেতা, সিনিয়র সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমইউএম/এসএইচ

** আনন্দ উচ্ছ্বাসে বিজয় উদযাপন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।