ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ভোলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পরিষদ প্রশাসনের যৌথ আয়োজনে  বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।



সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শওকাত ইকবাল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছার সঙ্গে নগদ এক হাজার টাকার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।

অনুষ্ঠানে জেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়েও অপর এক সংবর্ধনা অনুষ্ঠানে ৩৮ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।