ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে গাইবান্ধায় ঘোড়দৌড়-আতশবাজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিজয় দিবসে গাইবান্ধায় ঘোড়দৌড়-আতশবাজি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। পলাশবাড়ী উপজেলায় ঘোড়দৌড় ও আতশবাজি এতে নতুন মাত্রা যোগ করেছে।


 
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় এস এম পাইলট মডেল হাইস্কুল মাঠে ঘোড়দৌড়ের আয়োজন করে উপজেলা প্রশাসন।  
 
প্রতিযোগিতায় পলাশবাড়ী ছাড়াও জেলার সাদুল্যাপুর ও রংপুরের পীরগঞ্জ থেকে আসা প্রতিযোগীরা অংশ নেয়।  
 
১০ রাউন্ডের ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই কিশোর মাঠভর্তি দর্শকের নজর কাঁড়ে। বিশেষ করে তাদের উদ্দেশে দর্শকরা করতালি দিতে থাকে।  
 
প্রতিযোগিতায় পীরগঞ্জের শাহ আলম ১ম, রফিকুল ইসলাম ২য় এবং পলাশবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আব্দুর রহমান ৩য় স্থান লাভ করেন।  
 
সন্ধ্যার পর ওই মাঠেই আতশবাজির আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত আকাশ ও পুরো এলাকা আলোকিত করে ঘণ্টাব্যাপী চলতে থাকে এ আতশবাজি।  
 
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, বিজয়ের এ দিনে সর্বস্তরের মানুষকে একটু বাড়তি আনন্দ দেওয়ার জন্য দিনব্যাপী নিয়মিত কর্মসূচির পাশাপাশি ঘোড়দৌড় ও আতশবাজির আয়োজন করা হয়।  
 
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।