ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সাভারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আহতদের স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে সাভারের আশুলিয়ার কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে যাত্রীবাহী আনন্দ সুপার পরিবহনের একটি বাস সাভারের উদ্দেশে ছেড়ে যায়। পরে বাসটি কলমা এলাকায় পৌঁছালে সিএনবি থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইবাদত মন্ডল নামে এক ব্যক্তি নিহত হন।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শহিদুল ইসলাম নামে অপর আরও একজন মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

নিহত শহিদুলের বাড়ি আশুলিয়ার আউকপাড়া এলাকায়। অন্যদিকে, নিহত ইবাদত মন্ডল সাভার এ কে এইচ পোশাক কারখানার শ্রমিক বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫/আপডেট: ১১১৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।