ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘নৃশংসতায় আইএসের চেয়ে বেশি বর্বর জামায়াত-শিবির’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
‘নৃশংসতায় আইএসের চেয়ে বেশি বর্বর জামায়াত-শিবির’ মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ

ঢাকা: আইএসের চেয়েও জামায়াত বেশি বর্বর বলে মন্তব্য করে শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈমাম ও জমিয়াতুল উলামাহ’র চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেছেন, বাংলাদেশে আইএসের প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো নেই। যেখানে জামায়াত-শিবির আছে সেখানে আর কিছু না থাকলেও চলে।

  
 
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গুলিস্তান পুলিশ সদর দফতরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
 
মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যে বর্বরতা জামায়াত-শিবির করেছে তা আইএসের চেয়ে অনেক বেশি ভয়াবহ। জামায়াত-শিবিরের মতো এমন নৃশংসতা আইএস করেনি।  
 
দেশের সকল জঙ্গি সংগঠনের প্রজনন কেন্দ্র জামায়াত বলেও মন্তব্য করেন তিনি।

ফরিদ উদ্দিন মাসুদ বলেন, জামায়াত-শিবিরকে উপড়ে না ফেললে বাংলাদেশে থেকে জঙ্গিবাদ নির্মূল করা করা সম্ভব নয়। এই প্রজনন কেন্দ্রকে ধংস করতে হলে প্রথমেই তাদের আর্থিক প্রতিষ্ঠানকে জনগণের আওতায় আনতে হবে।
 
তিনি আরও বলেন, জঙ্গি কার্যক্রম চালিয়ে ইসলামের অনেক ক্ষতি করেছে জামায়াত। তারা ইসলামের শত্রু, মানুষের শত্রু। তারা যা করছে, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান (প্রশাসন), ড. জাভেদ পাটোয়ারি (এসবি), ডিএমপি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ শতাধিক ওলামায়ে-কেরাম।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসজেএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।