ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক ও এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ও বিকেলে এ দুঘর্টনা ঘটে।



সকালে সড়ক দুঘর্টনায় নিহত ট্রাক চালক দেলোয়ার হোসেন (২৮) উপজেলার কাশিনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আসলাম মিয়ার ছেলে।

এদিকে বিকেলে সড়ক দুঘর্টনায় নিহত নুর ভানু বেগম (৭৫) উপজেলার পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের মৃত জনু আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে চাকার নিচে চাপা পড়ে চালক দেলোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যান।

অন্যদিকে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার কালিরবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাসের চাপায় নুর ভানু বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার বাংলানিউজকে জানান, মৃত নুর ভানু বেগমের আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় স্টার লাইন পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে মরদেহ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।