ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে আজিজুল হত্যা মামলার ২ আসামির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
মাদারীপুরে আজিজুল হত্যা মামলার ২ আসামির মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুরে বহুল আলোচিত আজিজুল সর্দার হত্যা মামলার অন্যতম দুই আসামি ও চরমপন্থি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মধ্য খোয়াজপুরের একটি শর্ষে ক্ষেত থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।



পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে মধ্য খোয়াজপুর এলাকার একটি শর্ষে ক্ষেতে আজিজুল হত্যার মামলার এজাহারভুক্ত আসামি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি দলের নেতা শাহআলম মাতুব্বর (৫৫) ও আবু বক্কর হাওলাদারের (৫০) মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। চরমপন্থি এ দুই নেতার মৃত্যুর খবর পেয়ে নিহত আজিজুলের পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। শাহ আলম মাতুব্বর আর আবু বক্কর হাওলাদারকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মাথায় ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে তারা চরমপন্থি কিনা সে বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

গত বছরের ৩১ আগস্ট মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার ব্যবসায়ী আজিজুল সর্দারকে রাতে ধরে নিয়ে হত্যা করে চরমপন্থিরা। এ ঘটনায় শাহআলম মাতুব্বর ও আবু বক্কর হাওলাদারসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।