ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জনগণ-পুলিশ একত্রিত হয়ে অপকর্ম নির্মূল করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জনগণ-পুলিশ একত্রিত হয়ে অপকর্ম নির্মূল করতে হবে

খুলনা: জনগণ ও পুলিশ একত্রিত হয়ে সমাজ থেকে সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অপকর্ম নির্মূলের কথা বললেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত খুলনা মহানগর ও খুলনা রেঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।



সমাবেশে তিনি জঙ্গিবাদ দমনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

খুলনা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত মহাসমাবেশে কমিউনিটি পুলিশিংয়ের মহানগর ও জেলা পর্যায়ের নেত‍া ছাড়াও বক্তৃতা করেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।

অনুষ্ঠানে বিভিন্ন থানা পর্যায়ের কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।