ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
গোপালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ভোলারপাড়ায় সিগন্যাল বিহীন একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- উপজেলা সদরের বাসিন্দা আয়নাল হোসেন (৪৫) ও হাসি বেগম (২৩)।
 
এ ঘটনায় অটোরিকশার চালকসহ দুই জন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দুপুরে একটি অটোরিকশা ভোলারপাড়ার সিগন্যাল বিহীন ওই রেলক্রসিং পার হচ্ছিলো। এ সময় ময়মনসিংহ থেকে ভূয়াপুর গামী একটি লোকাল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুই জনের মৃত্যু হয়।
 
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।