ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু শান্তনা রাণীর হত্যাকারীর বিচার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
শিশু শান্তনা রাণীর হত্যাকারীর বিচার দাবি ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলিত শিশু শান্তনা রাণীর হত্যাকারীর বিচার দাবি করেছে পরিবার। হত্যাকারীকে গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধও জানানো হয়েছে।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত-বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ অক্টোবর গাজীপুর পুবাইল সাপমারা গ্রামের বাসিন্দা নিরঞ্জন রবিদাসের শিশুকন্যা শান্তনা রাণী দাসকে (৮) ধর্ষণ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করা হলেও, পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে চিহ্নত ও গ্রেফতার করতে পারেনি। এতে পরিবারটির ন্যায় বিচার পাওয়া অনিশ্চিত হয়ে গেছে।
 
শান্তনা রাণী দাসের বাবা পেশায় একজন জুতা মেরামতকারী, নাম নিরঞ্জন রবিদাস। তিনি ঘটনা শোনা মাত্রই পুবাইল পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন। পরে ফাঁড়ির ইন-চার্জ এসআই ফয়জুর রহমান ঘটনাস্থলে আসেন। কিন্তু এরপর ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
 
শান্তণার বাবা নিরঞ্জন বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার শিশু কন্যাকে যেভাবে হত্যা করা হয়েছে, এর যেন একটা সুষ্ঠু বিচার হয়। আমি সঠিক বিচার চাই।
 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন, মনি রাণী দাস, দলিত মানবাধীকার কর্মী তামান্না সিম বাড়াই, নাজিবুল্লাহ কোরাইশী রাজিব প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।