ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দারুস সালাম থেকে নির্যাতিত গৃহকর্মী উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
দারুস সালাম থেকে নির্যাতিত গৃহকর্মী উদ্ধার

ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় সুমাইয়া (১৩) নামে এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়।

পরে ওইদিন দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সুমাইয়ার বাড়ি পটুয়াখালীর সদরে। সে পাঁচ মাস ধরে দারুস সালামের ১০নম্বর রোডের মহিবুল্লাহ’র বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো।

দারুস সালাম থানার ডিউটিরত অফিসার এসআই মাসুদ মিয়া বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুমাইয়াকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্মী মরিয়ম প্রায়ই সময় সুমাইয়াকে মারধর করতো। আশপাশের মানুষজন সুমাইয়ার চিৎকার প্রায়ই শুনতে পেত। বৃহস্পতিবার স্থানীয় লোকজন খবর দিলে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এসময় সুমাইয়ার মুখে খুনতির দাগ, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।

অভিযুক্ত গৃহকর্তা মহিবুল্লাহ ও গৃহকর্মী মরিয়ম পলাতক রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। মামলা নং-৩৪।

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এজেডএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।