ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলনগরে স্বর্ণের দোকানে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
কমলনগরে স্বর্ণের দোকানে ডাকাতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের বেঁধে তিনটি স্বর্ণের (জুয়েলারি) দোকান থেকে নগদ টাকাসহ ৪৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাতরা।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।

স্থানীয় চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. আলী আহাম্মদ বলেন, গভীর রাতে ২৫/৩০ জনের একদল ডাকাত মন্সিরহাট বাজারে অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের বেঁধে ফেলে। পরে ইব্রাহিম, রুবেল ও সুমনের স্বর্ণের দোকানে হানা দেয়। ডাকাতদল ওই তিন দোকানের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি আহত হন। তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি- ইব্রাহিমের স্বর্ণের দোকান থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণ, ১২০ তোলা রুপা ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা, সুমনের দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার এবং রুবেলের ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা।

স্থানীয় হাজিরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।