ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীর সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ শুরু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
রাজশাহীর সরকারি স্কুলে ভর্তিযুদ্ধ শুরু শনিবার

রাজশাহী: রাজশাহী মহানগরীর ছয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে শনিবার (১৯ ডিসেম্বর)। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



রাজশাহীর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ও হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা বাংলানিউজকে জানান, এবার মহানগরীর ৬টি সরকারি মাধ্যমিক স্কুলে ১ম, ৩য়, ৬ষ্ঠ ও নবম শ্রেণিতে ১১শ আসনে আবেদন করেছে ৮ হাজার ৮০৬ জন শিক্ষার্থী। সেই হিসেবে আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা আটজন।

এর মধ্যে প্রথম শ্রেণিতে আসন ৪০, তৃতীয় শ্রেণিতে ৫৯৫, ৬ষ্ঠ শ্রেণিতে ৩২০ ও নবম শ্রেণিতে আসন ১৪৫টি।


এদিকে, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রথম শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লটারি অনুষ্ঠিত হয় সরকারি শিরোইল উচ্চ বিদ্যালয়ে। প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু ৪০ জন ৩১ ডিসেম্বর সকাল ১০টায় সরকারি মাদ্রাসা স্কুলে ভর্তি হবে।

মহানগরীর ৬টি সরকারি স্কুলের মধ্যে কেবল সরকারি মাদ্রাসায় লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। অন্য শ্রেণিগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।


ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ও ৬ষ্ঠ শ্রেণিতে ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ৯ম শ্রেণিতে জেএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এক প্রশ্নের জবাবে ভর্তি কমিটির সদস্য সচিব তৌহিদ আরা বাংলানিউজকে জানান, ৩য় শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র ৩১ লাখ ১ থেকে ৩১ লাখ ৭৫০ রোল নম্বর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে, ৩১ লাখ ৭৫১ থেকে ৩১ লাখ ১ হাজার ২৫০ রোল নম্বর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে, ৩১ লাখ ১ হাজার ২৫১ থেকে ৩১ লাখ ১ হাজার ৫৫০ রোল নম্বর সরকারি মাদ্রাসায়, ৩১ লাখ ১ হাজার ৫৫১ থেকে ৩১ লাখ ২ হাজার ১৬৬ রোল নম্বর হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, ছাত্রী ৩০ লাখ ১ থেকে ৩০ লাখ ৬০০’ রোল নম্বর সরকারি ল্যাবরেটরি হাইস্কুলে ও ৩০ লাখ ৬০১ থেকে ৩০ লাখ ১ হাজার ৬১৯ রোল নম্বরধারীদের সরকারি কলেজিয়েট স্কুলে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হয়েছে।

এছাড়া ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রোল নম্বর ৬১ লাখ ১ থেকে ৬১ লাখ ৬৫০ রোল নম্বর হেলেনাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে, ৬১ লাখ ৬৫১ থেকে ৬১ লাখ ১ হাজার ৪শ সরকারি পিএন স্কুলে, ৬১ লাখ ১ হাজার ৪০১ থেকে ৬১ লাখ  ১ হাজার ৭১৪ রোল নম্বর সরকারি মাদ্রাসায়, ছাত্রী রোল নম্বর ৬০ লাখ ১ থেকে ৬০ লাখ ৪৫০ রোল নম্বর শিরোইল সরকারি হাইস্কুলে, ৬০ লাখ ৪৫১ থেকে ৬ লাখ ৯০০ রোল নম্বর সরকারি ল্যাবরেটরি হাইস্কুলে ও ৬০ লাখ ৯০১ থেকে ৬০ লাখ ১ হাজার ৪৮০ রোল নম্বরধারীদের সরকারি কলেজিয়েট স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


পরীক্ষা শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস দিয়ে ফলাফল জানানোর কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।