ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারারক্ষী লাঞ্ছিত

ফেনী কারাগারের ২৭ বন্দিকে কাশিমপুরে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ফেনী কারাগারের ২৭ বন্দিকে কাশিমপুরে স্থানান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: কারারক্ষীকে লাঞ্ছিত করার অভিযোগে ফেনী কারাগারের ২৭ বন্দিকে কাশিমপুর ও কুমিল্লায় স্থানান্তর করেছে কর্তৃপক্ষ।  
 
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ১৩ জন ও শুক্রবার (১৮ ডিসেম্বর) ১৪ জনকে স্থানান্তর করা হয়।


 
শুক্রবার ফেনী কারাগারের জেলার শংকর কুমার মজুমদার ২৭ জনকে কাশিমপুর কারাগারে হস্তান্তরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, কারাগারের ভেতরে ফেনীর লালপুলে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক ২৬ যুবলীগ কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিশৃঙ্খলা শুরু করে। বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে প্রদীপ নামে এক কারারক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
 
এ সময় তাকে মারধর ও লাঞ্ছিত করা হয়। ওই দিনই রতন, লিটু, জেমি ও আসিফসহ ১৪ বন্দিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
 
এ ঘটনার জের ধরে ওই দিন রাতে কারাগারে আবারো বিশৃঙ্খলা দেখা দেয়। এতে একরাম হত্যা মামলার ছয় আসামিসহ আরও ১৩ জনকে শুক্রবার কুমিল্লা কারাগারে পাঠানো হয় বলে জানান জেলার।
 
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।