ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
জামালপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

জামালপুর: জামালপুরের নান্দিনায় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 
 
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জামালপুর-ময়মনসিংহ রেল সেকশনের নান্দিনা হোম সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে।  
 
রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৫নং আপ লোকাল ট্রেন নান্দিনা রেল স্টেশন অতিক্রম করে পর হোম সিগন্যালের কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের সবকটি চাকা ও একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।  
 
জামালপুর রেলওয়ের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, লাইনচ্যুত ট্রেনের বগি ও ইঞ্জিন উদ্ধারে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার কাজ শেষে রাত ১২টা থেকে ২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।