ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা ছাড়লেন পঙ্কজ, আসছেন হর্ষবর্ধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ঢাকা ছাড়লেন পঙ্কজ, আসছেন হর্ষবর্ধন

ঢাকা: দায়িত্ব পালনের মেয়াদ শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।

শনিবার (১৯ ডিসেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে ঢাকায় ভারতের হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



পঙ্কজ শরণের স্থলে নিয়োগ দেওয়া হয়েছে হর্ষবর্ধন শ্রিঙলাকে। জানুয়ারির মাঝামাঝিতে তিনি ঢাকায় আসবেন। এরই মধ্যে ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ স্বইকা ঢাকায় এসে পৌঁছেছেন। হর্ষবর্ধন শ্রিঙলার দায়িত্ব বুঝে নেওয়ার আগ পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ড. আদর্শ স্বইকা নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতিসংঘ বিভাগের পরিচালক পদে কর্মরত ছিলেন। তার আগে তিনি বেইজিং, সোফিয়া ও মস্কোতে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেন। রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করা এই কূটনীতিক হিন্দি, বাংলা ও রুশ ভাষায় কথা বলতে পারেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
জেপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।