ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মুক্তসকাল পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসী হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বগুড়ায় মুক্তসকাল পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসী হামলা

বগুড়া: বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তসকাল পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

সন্ত্রাসী হামলায় পত্রিকায় কর্মরত তিন কর্মচারীসহ চার জন আহত হয়েছেন। হামলাকারীরা চলে যাওয়ার পর কর্তৃপক্ষ পত্রিকা কার্যালয়ে তালা লাগিয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৯ডিসেম্বর) দিনগত রাত সোয়া ৮টার দিকে শহরের গালাপট্টি এলাকায় অবস্থিত পত্রিকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পত্রিকার কম্পিউটার অপারেটর একরামুল হক আপেল জানান, অন্যান্য দিনের ন্যায় তারা পত্রিকা কার্যালয়ে বসে কম্পিউটারে নিউজসহ বিভিন্ন কম্পোজের কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে আচমকা ১০-১৫ জন যুবক পত্রিকা কার্যালয়ে প্রবেশ করে কোন কিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর শুরু করে।

এ সময় তাদের হামলায় তিনিসহ আরেক অপারেটর শহিদুল ইসলাম, পেস্টার মাহফুজুর রহমান ও নজরুল ইসলাম নামের এক বহিরাগত আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সদর ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্র্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী জানান, হামলার খবর পেয়ে পত্রিকা কার্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে তালাবদ্ধ থাকায় পুলিশ কার্যালয়ে ঢুকতে পারেনি। এছাড়া এখনও পর্যন্ত পত্রিকা কর্তৃপক্ষের নিকট থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি হামলার কারণ জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ২০,২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।