ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে রাইফেলের গুলিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বেনাপোলে রাইফেলের গুলিসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে রাইফেলের তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-ছয় এর সদস্যরা।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের বাবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বেনাপোলের ভবাবেড় গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি টহল দল। এসময় সন্দেহ হওয়ায় দু’জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

যশোর র‌্যাব-ছয় ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. বজলুর রশীদ বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।