ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লঞ্চ থেকে পড়ে ধলেশ্বরীতে সাংবাদিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
লঞ্চ থেকে পড়ে ধলেশ্বরীতে সাংবাদিক নিখোঁজ

মুন্সীগঞ্জ: ঢাকার সদরঘাট থেকে চাদঁপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘তাকওয়া’ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন সময় টেলিভিশন ও বাংলার চোখের ঢাকা মেডিকেল প্রতিনিধি সজিব।

রোববার(২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সজিব নদীতে পড়ে নিখোঁজ হন।

তবে, তার মোবাইল ফোন ও আইডি কার্ড লঞ্চে পাওয়া গেছে।

এদিকে, সজিবের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঢাকা থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুরে ছুটে এসেছেন তার ভাই রাজনসহ পরিবারের সদস্যরা। তারা মুক্তারপুর নৌ ফাঁড়ির পুলিশের সঙ্গে যোগাযোগ করে সজিবের কোনো সন্ধান পাননি।

নিখোঁজ সাংবাদিকের সন্ধানে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল মুক্তারপুর নৌ ফাঁড়িতে অবস্থান করছে। ধলেশ্বরী নদীর কোন স্থানে সজিব লঞ্চ থেকে পড়েছে, সে স্থান শনাক্ত না হওয়ায় বিকেল ৫টা পর্যন্ত ডুবুরিদল তল্লাশি কাজ শুরু করতে পারেনি বলে জানিয়েছেন মুক্তারপুর নৌ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) মো. ইউনুছ।

তিনি জানান, যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার খবর শুনেছি। ধলেশ্বরী নদীর কোন স্থানে সজিব পড়ে গেছে, সে স্থান শনাক্ত করা সম্ভব হয়নি এখনও। তাই ডুবুরিদল তল্লাশি কার্যক্রম শুরু করতে পারছে না।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
পিসি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।