ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় এসএমই ও কৃষি ঋণ বৃদ্ধি বিষয়ে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সাতক্ষীরায় এসএমই ও কৃষি ঋণ বৃদ্ধি বিষয়ে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় এসএমই ও কৃষি ঋণ প্রবাহ বৃদ্ধিকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২২ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘উদ্যোক্তা তৈরির সোপান, এসএমই ঋণের অবদান’ প্রতিপাদ্যে জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এ সভার আয়োজন করে।

 

সভায় জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মহা. নাজিমুদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার কবির আহম্মদ।

সভায় বক্তারা কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে এসএমই খাত ও কৃষি ঋণ প্রবাহ বৃদ্ধির আহ্বান জানান।

সভায় সাতক্ষীরার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও অ-আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।