ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের কচুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫০ হাজার টাকাসহ কম্বল ও রান্না সামগ্রী দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে শহরের মাস্টার পাড়ায় তার বাসভবনের সামনে ক্ষতিগ্রস্তদের হাতে এসব তুলে দেন তিনি।



এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ, জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দিদার, হারুন অর রশীদ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন ও মোটবী ইউপি সদস্য মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের কচুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।