ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনুজদের উদ্দেশ্যে টিউলিপ

যার যা ভালো লাগে, তা করো, তা পড়ো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
যার যা ভালো লাগে, তা করো, তা পড়ো ছবি: কাসেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ভাবিনি, কখনো এখানে ফিরবো এমপি হয়ে। আমি এখানেই পড়েছি।

ছোটবেলা থেকেই রাজনীতি করতে চেয়েছিলাম, এমপি হতে চেয়েছিলাম। আমি তা হয়েছি। তোমাদের সবাইকে রাজনীতিই যে করতে হবে, তা না। যার যা ভালো লাগে, সে তাই করো, তাই পড়ো’- এভাবেই অনুজদের পথ নির্দেশনা দিলেন বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ সংসদের সদস্য টিউলিপ সিদ্দিক।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে উত্তরায় স্কলাস্টিকা স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলছিলেন। টিউলিপ এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তাই তিনি তার বর্তমান ছাত্রীদের অনুপ্রেরণা হিসেবে এখানে উপস্থিত ছিলেন।

ঢাকার ১০টি স্কুলের ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।