ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বশালগাঁও সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী হেমন্ত কুমার বর্মণের (৩০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বশালগাঁও সীমান্তের ৩৫৩ পিলার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মরদেহ হস্তান্তর করে তারা।


 
নিহত হেমন্ত কুমার হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের খোলড়া গ্রামের জিতেন চন্দ্র বর্মণের ছেলে।
 
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান বলেন, হেমন্ত কুমারের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
এর আগে, মঙ্গলবার ভোর ৪টার দিকে বশালগাঁও সীমান্তের ৩৫১ পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই হেমন্ত কুমারের মৃত্যু হয়।  
 
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।