ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে মাদক বিক্রির অভিযোগে ৫ জনের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সাভারে মাদক বিক্রির অভিযোগে ৫ জনের জেল-জরিমানা ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫ যুবককে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে সাভারের আমিনবাজার, বলিয়ারপুর ও ইমান্দিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা।



অভিযুক্তরা হলেন- সোরহাব (২৬), মর্তুজা (২৩), রিপন (২৪), শাজাহান (২২) ও সবুজ (২৫)। ‍

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্লা জানান, বিকেলে সাভারের আমিনবাজার, বলিয়ারপুর ও ইমান্দিপুর এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের চলছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সোরহাব ও মর্তুজা নামে দুই মাদক বিক্রেতাকে পৃথকভাবে ৬ ও ১ মাসের জেল প্রদান করা হয়।

একই সময় রিপন, শাজাহান ও সবুজ নামে অপর তিন যুবককে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা,ডিসেম্বর ২৩,২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।