ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বাজিতপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে লিমা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাজিতপুর পৌরসভার পশ্চিম ভাগলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



এ সময় লিমার ভাই ইব্রাহিম (৪) দগ্ধ হয়। তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   
মৃত লিমা ভাগলপুর গ্রামের রশিদ মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাতে রশিদ মিয়া তার ‍দুই সন্তান ইব্রাহিম ও লিমাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশের একটি দোকানে চা খেতে যান। এ সময় ঘরের কেরোসিনের প্রদীপ থেকে ল্যাপে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থাতেই পুড়ে মারা যায় লিমা।

পরে ইব্রাহিমকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পরিবার লোকজন ও স্থানীয়রা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বাজিতপুর ফায়ার সার্ভিসে দায়িত্বরত ফায়ারম্যান মুস্তাফিজ বাংলানিউজকে জানান, তারা এ দুর্ঘটনার খবর জানেন ‍না।

বাজিতরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান,  কেরোসিনের প্রদীপ ও মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।