ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাষা সৈনিক এস এম নুরুন্নবী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ভাষা সৈনিক এস এম নুরুন্নবী আর নেই ভাষা সৈনিক এস এম নুরুন্নবী

ফরিদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বৃহত্তর ফরিদপুর জেলা আওয়ামী লীগের (গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী) সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর সহচর ভাষা সৈনিক এস এম নুরুন্নবী ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি... রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। বার্ধক্য জনিত রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

তার মৃত্যুতে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী নিলুফার জাফরউল্লাহ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাহেদ সরোয়ার বাংলানিউজকে জানান, শুক্রবার(২৫ ডিসেম্বর) বাদ জুমা ফরিদপুর শহরের রেডক্রিসেন্ট মার্কেটের সামনে নামাজে জানাজা শেষে এস এম নুরুন্নবীকে তার গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার মানিক দা ইউনিয়নের ফাজিলপুরে নেওয়া হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

তিনি আরও জানান, ভাষা সৈনিক এস এম নুরুন্নবী ফরিদপুর শহরের আলীপুরে(উদয়ন ক্লাবের সামনে) বসবাস করতেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরকেবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।