ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে পচা-বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
হবিগঞ্জে পচা-বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় নোংরা ও পচা-বাসি খাবার বিক্রির দায়ে দু’টি বেকারি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ধুলিয়াখাল বিসিক শিল্পনগরী এলাকায় দোকান দু’টিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।



অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম। তিনি বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, নোংরা ও পচা-বাসি খাদ্যদ্রব্য বিক্রির দায়ে আসাদ ফুড প্রোডাক্টসের মালিককে ২০ হাজার ও রোকন ফুড প্রোডাক্টসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএটি/টিআই




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।