ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ফেনীতে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর মহিপাল এলাকায় জোড়া খুনের ঘটনায় ৪৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এজহারভুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিহত মাঈন উদ্দিনের বড় ছেলে মোমিনুল হক নয়ন বাদী হয়ে থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি-তদন্ত) শাহিনুজ্জামান বাংলানিউজকে জানান, সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। মরদেহ দু’টি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এএটি/পিসি

** ফেনীতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।