ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সম্ভাবনা বিষয়ে সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সম্ভাবনা বিষয়ে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সম্ভাবনা বিষয়ক এক পরামর্শমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন এবং চাঁদপুর ডিপিওপি’র উদ্যোগে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) সহযোগিতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।



মতবিনিময় সভায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও ধর্মীয় শিক্ষক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিসহ ৬৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এতে UN ESCAP Disability Rights Champion, বিপিকেএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল মূল বক্তব্য উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর ডিপিওডি’র চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন।

রক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্তকর্তা জয়নাল আবদীন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিনা নাছরিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক নূরুনব্বী, চাঁদপুর ডিপিওপি পরিচালক মমতাজ উদ্দীন মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।