ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গাঁজাসহ একই পরিবারের আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আশুলিয়ায় গাঁজাসহ একই পরিবারের আটক ৩ ছবি: সংগৃহীত

আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় আড়াই মণ গাঁজাসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে র‌্যাব-৪।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়ার মফিজউদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- মো. হারেজ (৬০), তার স্ত্রী ছখিনা বেগম (৪০) ও বোন নাজমা বেগম (৩০)। তাদের বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানার শোলপাড়া গ্রামে।

ৠাব-৪ এর নবীনগর ক্যাম্পের সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে এ গাঁজা মজুদ করে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।